Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জ ছাতকে বিদ্যুৎ ব্যাংক, মৎস্য কর্মকর্তা সহ ১৩ জনের করোনা শনাক্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১১:৫৮ এএম

সুনামগঞ্জের ছাতকে উত্তরা ব্যাংক, কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী ও পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা সহ নতুন করে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ১৩ জনের শরিরে। সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নাসাল ও সোয়াব পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয় তাদের। আক্রান্তদের মধ্যে রয়েছেন, গোবিন্দগঞ্জ নতুন বাজারের ১জন, ছাতক পৌর শহরের বাগবাড়ীর ১জন, দক্ষিণ বাগবাড়ীর ১জন, শ্যামপাড়ার ১জন, জাউয়া বাজার ইউনিয়নের, জাউয়া বাজার (পুর্বহাটীর) ১জন, দক্ষিণ খুরম ইউনিয়নের চেচান গ্রামের ১জন, ভূইগাওঁ গ্রামের ১জন, দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের ১জন, কৈতক গ্রামের ১জন। এনিয়ে এ উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৭৪ জনের শরিরে, এরমধ্যে ৩জন মৃত্যু বরন করেছেন, সুস্থ হয়েছেন ৯জন। এদিকে সংক্রমণের হার পরিসংখ্যানে ছাতক পৌর শহর, জাউয়াবাজার, কালারুকা, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ও নোয়ারাই ইউনিয়নকে চিহ্নিত করা হয়েছে রেড জোনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ