Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার মধ্যেও বগুড়া বেড়েছে খুনোখুনি...

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৫:৪৮ পিএম

করোনা পরিস্থিতির অবনতির মধ্যেও বগুড়ায় বেড়ে গেছে খুনের ঘটনা। গত ১৫মে থেকে ১৪ জুন পর্যন্ত একমাসে ঘটেছে ১০ টি হত্যাকাণ্ড। নিহতদের মধ্যে পাঁচ জনই সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আধিপত্য বিস্তার, দলের ভেতরে ক্ষমতার দ্বদ্ব এবং সুবিধাবাদি বহিরাগতদের দলে ভেড়ানোর কারণেই এসব খুন বলে মনে করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে করোনার মধ্যেও একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন বোধ করছে বগুড়ার নাগরিক সমাজ।

বগুড়ায় গত ১৪ জুন দুপুরে শহরের আকাশতারা এলাকায় দূর্বৃত্ত¡দের ছুরিকাঘাতে খুন হয় সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারন সম্পাদক আবু তালেব। এর দুদিনআগে একই স্থানে খুন হয় শাকিল নামের আরেক যুবলীগ কর্মী। এর আগে ৫ জুন দুপুরে শাজাহানপুরের শাকপালা এলাকায় চাপাতির কোপে খুন হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার।

গত মাসের ২৬ মে শহরের চকসূত্রাপুরের একটি ছাত্রাবাসে খুন হয় শহর যুবলীগের ওয়ার্ড সেক্রেটারী ফিরোজ শেখ এবং ২৫ মে সদরের বাঁশবাড়িয়া এলাকায় পিটিয়ে হত্যা করা হয় যুবলীগ কর্মী বিটলকে। গত একমাসেইবগুড়া সদর, শাজাহানপুর, এবং শিবগঞ্জ উপজেলায় খুনের ঘটনা ঘটেছে ১০টি। এসব হত্যাকান্ডে শংকিত এবং উদ্বিগ্ন এলাকার নাগরিক সমাজ। এসব হত্যাকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তি চান তারা।

জেলায় হত্যা কান্ড বৃদ্ধি কথা স্বীকার করে পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রতিটি হত্যাকান্ডই গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে এবং আসামী গ্রেফতারের ব্যাপারে তৎপরতা চলছে।
বগুড়া জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় বিগত ৩ মাসে ২৩টি হত্যাকান্ডসহ ৬৫ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। যা সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ