বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিসুর রহমান উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের এসআই আলমগীর কবির, এসআই কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়।
মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।