Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ২১ হাজার টাকা জরিমানা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৩:৪৬ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্যবিধি না মানা এবং বিধি লংঘন করে দোকান খোলা রাখার দায়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত মঠবাড়িয়া পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সংক্রামন প্রতিরোধ আইন ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক দোকানদার, মোটরসাইকেল চালকসহ মোট ১২টি মামলায় ২১ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক এ দন্ডাদেশ দেন।

এতে নিয়ম না মেনে দোকান খোলা রাখা, মোটরসাইকেল,অটো চালক ও আরোহীদের মাস্ক ব্যবহার না করা, পরিবহন কাউন্টারসহ একজন ইউপি সদসক্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯জনকে ২১টি মামলায় ১৯ হাজার ৮০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভোমিক বলেন, দন্ডিতরা করোনাকালে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহারসহ নিয়ম ভেঙ্গে দোকান খোলা রাখায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ