Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

এরাই হলো বিজেপি কর্মী...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

বিবাদ কার সঙ্গে তা ঠিকমতো না জেনেই রাস্তায় নেমে অদ্ভুত কান্ড ঘটিয়েছে বিজেপি কর্মীরা! চীনা প্রেসিডেন্ট ভেবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুতুল পোড়ানোর মিশনে নেমে গেছেন ভারতের একদল বিজেপি কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। বিভিন্ন জায়গায় চলছে চীনবিরোধী বিক্ষোভ। সেভাবেই বৃহস্পতিবার আসানসোলের বিজেপি কর্মীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল দাহ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু কর্মসূচি পালন করতে গিয়ে বেঁধেছে বিপত্তি। স্থানীয় এক বিজেপি নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিম জং উনকেই বলে ফেলেছেন চীনের প্রেসিডেন্ট। এরপর থেকেই বিষয়টি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগামধ্যমে। এ নিয়ে অবশ্য অনেকে কটাক্ষও করেছেন। বলছেন, আসল শত্রু কে চিনতে না পারলে বিপদ আরও বাড়বে। সংবাদ প্রতিদিন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত

২৩ সেপ্টেম্বর, ২০২০
২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন