Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪ নাগরিক হত্যায় পাকিস্তানের নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৪ পাকিস্তানিকে হত্যা করার নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ বছর ভারতীয়দের গুলিতে পাকিস্তানি নিহতের সংখ্যা এক ডজন ছাড়াল। এছাড়া আহত হয়েছে আরো শতাধিক পাকিস্তানি। বুধবারের হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবরে জানানো হয়, নিহতদের মধ্যে ৩ জনকেই হত্যা করা হয়েছে নকিয়াল অঞ্চলে। চতুর্থ জন বাঘসার অঞ্চলে নিজ বাড়িতে ভারতীয় সেনাদের নিক্ষেপ করা শেলে মারা যান। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে বলা হয়, ভারতীয় সেনারা উদ্দেশ্যমূলকভাবে নকিয়াল ও বাগসারে পাকিস্তানিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি এ অঞ্চলে থাকা যদ্ধবিরতীর লঙ্ঘন বলেও অভিযোগ করে পাক সেনাবাহিনী। নিহতদের মধ্যে দুজন তরুণ । স্থানীয় প্রতিনিধিরাও ভারতের অতর্কিত হামলার কথা জানিয়েছে। নিহতদের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কমিশনে এই নিন্দার কথা জানায়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ