Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রন্টলাইনের যোদ্ধা আব্দুল মালেকের ফের করোনার নমুনা সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৪:৪৩ পিএম

বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে ফ্রন্টলাইনের যোদ্ধা, ল্যাব টেকনোলজিস্ট আব্দুল মালেক ফের কর্মস্থলে যোগ দিয়েছেন। গত ১৬জুন নিজের করোনা রিপোর্ট নেগেটিভ পেয়ে ঝুঁকিপূর্ণ কাজ আবার শুরু করেছেন।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রিপোর্ট নেগেটিভ পেয়ে পেয়ে আব্দুল মালেক রোগীদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন । দুর্যোগকালীন সময়ে তার এমন সাহসিকতাকে মানুষের জন্য আত্মত্যাগ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র জানায়, চাঁদপুরে করোনা টেস্টের নমুনা সংগ্রহের শুরু থেকেই আব্দুল মালেক মিয়াজী এ কাজে নিয়োজিত ছিলেন । প্রায় পাঁচ শতাধিক নমুনা সংগ্রহের পর তিনি কিছুটা অসুস্থ বোধ করেন।

আব্দুল মালেক সাংবাদিকদের জানান, শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় গত ৩০ মে আমার করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করি। ৮জুন রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকে বাড়িতেই চিকিৎসাধীন ছিলাম। গত ১৬ জুন দ্বিতীয়বার নমুনা পাঠালে পরদিনই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর থেকে আমি ফের কাজে যোগ দিয়েছি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ