ঈদগাঁও থানা প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

কক্সবাজারে ঈদগাঁও থানা প্রশাসনিকভাবে যাত্রা শুরুর সাথে সাথে থানার সংবাদকর্মীদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করতে "ঈদগাঁও
গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামে রোববার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় রেস্টুরেন্ট ব্যবসায়ী রমজান সরদার (৩০) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার আগত রমজান সরদারের পারিবারিক সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় পোরোটার খামি তৈরি জন্য তার রেস্টুরেন্টে রওনা দেয়। পথিমধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিছন থেকে কাপড় দিয়ে তার মুখ বেধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী কসবা সরদার বাড়ি জামে মসজিদের পাশে ফেলে যায়। রাত সাড়ে ১১টার দিকে এক ভ্যান চালক দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে রমজানকে উদ্ধার করে। আহত রমজানকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।