Inqilab Logo

ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭, ২১ যিলহজ ১৪৪১ হিজরী

এখনই ইংল্যান্ড সফর ঝুঁকিপূর্ণ! বললেন পিসিবির চিকিৎসক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১২:০৩ এএম

ভাড়া করা বিশেষ বিমানে করে ইংল্যান্ড যাবে পাকিস্তান দল। এরই মধ্যে দিনক্ষনও চূড়ান্ত হয়ে গেছে তার। আগামী রোববার উড়াল দেওয়ার আগে দলের সব সদস্যদের দুবার করে করোনা পরীক্ষা করা হবে। ইংল্যান্ডে পাকিস্তান দল অনুশীলন করবে জৈব-সুরক্ষিত পরিবেশে, খেলবেও ওই একই পরিবেশে দর্শকহীন মাঠে। এত সব সতর্কতা থাকবে, এরপরও করোনাভাইরাস এই মহামারির সময়ে ইংল্যান্ড সফরকে ঝ‚ঁকিপ‚র্ণই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসক সোহেল সেলিম।
ঝুঁকি থাকার পরও পাকিস্তান কেন এই সময়ে ইংল্যান্ড সফরে যাবে? এটা সাধারণ ক্রিকেট দর্শক আর খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্যই প্রয়োজন- এমনটাই বলেছেন সেলিম, ‘মহামারির এমন সময়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদের নেই। দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম। মহামারি মানেই ঝুঁকি। তবে খেলোয়াড়দের কাজ তো মানুষকে বিনোদন দেওয়া!’
সেলিম দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম বললেও ইংল্যান্ড দর্শকহীন মাঠে ও জৈব-সুরক্ষিত পরিবেশে খেলার অভিজ্ঞতা পাকিস্তানের আগেই পেয়ে যাবে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলবে দলটি। আর ইংল্যান্ড সফরে পাকিস্তান তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আগস্ট-সেপ্টেম্বরে।
করোনাভাইরাস মহামারির এই সময়ে মানুষ নিজেদের ঘরে বন্দি করে রাখতে রাখতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বলে মনে করেন সেলিম। পাকিস্তানের ক্রিকেটাররা সর্বশেষ প্রতিদ্বন্দ্বতামূলক ক্রিকেট খেলেছেন মার্চ মাসে। ১৭ মার্চ পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিসিএল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ঘরবন্দী বাবর আজমরা। মানসিক দিক থেকে তারাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করে সেলিম বলেছেন, ‘সাধারণ মানুষের বেলায়ও তাই। ঘরে বসে থাকতে থাকতে মানুষ মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। ক্রিকেট এটা কমাতে পারে।’
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই সফরে। এর মধ্যে আছে প্রতি ৬ থেকে ৬ দিন পর পর সব খেলোয়াড় আর কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা। এ ছাড়া সফরের সময় করোনা নিয়ে ব্রিটিশ সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে পাকিস্তান দলকে। খেলোয়াড় বা কর্মকর্তারা ইংল্যান্ডে তাঁদের কোনো আত্মীয় বা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন না। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ