Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকিস্তান ক্রিকেট দলের ৩ সদস্য করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১০:৫৮ এএম

পাকিস্তান ক্রিকেট দল যখন ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে তখনি বড় ধাক্কা খেলো বোর্ড। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার। পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোমবারই নিশ্চিত করে জানানো হয়েছে যে, করোনা আক্রান্ত তিন ক্রিকেটার হলেন হায়দার আলি, হ্যারিস রউফ ও শাদাব খান। এ দিন পিসিবি-র তরফে একটি নির্দেশিকা জারি করা বলা হয়েছে, কোনো লক্ষণ ছাড়াই রাওয়ালপিন্ডিতে রোববার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এই তিন ক্রিকেটারের শরীরে।

বিবৃতিতে বোর্ড লিখছে, "পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করে জানাচ্ছে, হায়দার আলি, হ্যারিস রউফ এবং শাদাব খান--এই তিন ক্রিকেটারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।" পাশাপাশিই বিবৃতি আরও লেখা হয়েছে যে, "ইংল্যান্ডে ট্যুরে যাওয়ার আগেই রবিবার ওই তিন ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়। কিন্তু আগেভাগে কোনও উপসর্গ দেখা যায়নি তাদের শরীরে।"

কিছু দিন আগেই পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমরের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছিল। তবে এখন তিনি সুস্থ আছেন। অন্য দিকে দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিও করোনা আক্রান্ত।
সূত্র : এই সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ