Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘খয়রাতি’ বলায় নিঃশর্ত ক্ষমা চাইল ভারতীয় মিডিয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১১:০০ এএম

ভারত-চীন উত্তেজনার মধ্যে বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধাকে ‘খয়রাতি’ শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে সমালোচনার মুখে পড়েছিল; সেই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা। মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যমটির প্রিন্ট ভার্সনে চতুর্থ পৃষ্ঠায় এ ক্ষমা প্রার্থনা করা হয়।
‘ভ্রম সংশোধন’ শিরোনামে ক্ষমা প্রার্থনা করে সংবাদমাধ্যমটি লেখে, ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক খবরে (২০-৬, পৃ ৮) খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ জুন জানায়, চীনের বাজারে আরও পাঁচ হাজার ১৬১টি পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটিতে মোট শুল্কমুক্ত পণ্যের সংখ্যা দাঁড়াল আট হাজার ২৫৬টি। এর ফলে চীনে বাংলাদেশের মোট রফতানি পণ্যের ৯৭ শতাংশই শুল্কমুক্ত সুবিধার আওতায় এলো।
এরপরই ওই শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ করে আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টিকে তেমন পাত্তাই দেয়নি। বরং সোমবার (২২ জুন) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে। চীনের দেয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার তারা করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তবে এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না।



 

Show all comments
  • Masud ২৩ জুন, ২০২০, ১১:০৮ এএম says : 1
    ..... Anondo bazer
    Total Reply(0) Reply
  • Fazle Rabbi ২৩ জুন, ২০২০, ১১:২৭ এএম says : 0
    খয়রাতি বাংলাদেশ থেকে ভারত পেয়ে থাকে।
    Total Reply(0) Reply
  • Md. Harun Al-Rashid ২৩ জুন, ২০২০, ১১:৩০ এএম says : 0
    ভাল, না হয় পত্রিকাটি পড়ার পরিবর্তে বাজারের ঠোংঙ্গা বানানোর কাঁচামাল হিসেবে ব্যবহার হত।
    Total Reply(0) Reply
  • md. sainuddin Sorwar ২৩ জুন, ২০২০, ১১:৪৩ এএম says : 0
    ভুল বুঝতে পারার জন্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২৩ জুন, ২০২০, ১১:৫০ এএম says : 2
    আনন্দো বাজারে মাঝে মধ্যে নিরানন্দ সংবাদ প্রকাশ হবে স্বাভাবিক। ভুল স্বীকার ক্ষমা চাওয়া সম্মানের। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা কে ধন্যবাদ। বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে শক্তিশালী অবস্থানে অর্থনৈতিক পরা শক্তি হচ্ছে। আগামিতে সামরিক পরাশক্তি হবো আমরা ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর কন্যাই পারবেন সমগ্রজাতিকে বিশ্ব দরবারে সম্মানিত শক্তিশালী আর্তমর্যাদাবান জ্ঞানে বিজ্ঞানে অর্থনৈতিক সামাজিক সামরিক শক্তিশালী জাতি বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অনেকটাই এগিয়ে আল্লাহ্ চাহেনতো বাংলাদেশ শান্তি প্রগতি উন্নয়ন অগ্রগতির দক্ষিণ এশিয়ার রোল মডেল হবেন। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • মোঃ আখতারুজ্জামান ২৩ জুন, ২০২০, ১২:৩৫ পিএম says : 4
    ভূ-রাজনীতিতে চৈনিকদের কাছে গোহারা হেরে গেল বন্ধুহারা মোদীর ভারত। দিল্লির নয় এবার ঢাকার পায়ের তলায় করজোরে বসতে হবে দিল্লিকে। এশিয়ার রাজনীতিতে এখন মধ্যমনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৩ জুন, ২০২০, ১২:৩৭ পিএম says : 0
    ফেলানী হত্যা সহ ভারত বাংলাদেশের যত নাগরিক হত্যা করিয়াছে যদি বাংলাদেশ মূলত ব্যবস্থা নিতো তবে এত নীরিহ মানুষ হত্যা করার সাহস ভারত পাইতো না। বাংলাদেশের প্রথম হত্যাকৃত নাগরিক আমাদের বিডিআরএর শহীদ মেহের আলি। হাজার হাজার মানুষ বাংলাদেশের নাগরিক ভারত শহীদ করিলো। ফেলানী শহীদ সহ সকল শহীদের ন্যায় বিচার করিতে সকল খোনীদেরকে আন্তর জাতিক আদালতে হস্থান্তর করা হোক এবং যাদের ক্ষমতার সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হইয়াছে তাদেরকে ও পাকরাও করা হোক।ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৩ জুন, ২০২০, ১২:৩৮ পিএম says : 0
    ফেলানী হত্যা সহ ভারত বাংলাদেশের যত নাগরিক হত্যা করিয়াছে যদি বাংলাদেশ মূলত ব্যবস্থা নিতো তবে এত নীরিহ মানুষ হত্যা করার সাহস ভারত পাইতো না। বাংলাদেশের প্রথম হত্যাকৃত নাগরিক আমাদের বিডিআরএর শহীদ মেহের আলি। হাজার হাজার মানুষ বাংলাদেশের নাগরিক ভারত শহীদ করিলো। ফেলানী শহীদ সহ সকল শহীদের ন্যায় বিচার করিতে সকল খোনীদেরকে আন্তর জাতিক আদালতে হস্থান্তর করা হোক এবং যাদের ক্ষমতার সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হইয়াছে তাদেরকে ও পাকরাও করা হোক।ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • রুহুল আমিন চৌধুরী ২৩ জুন, ২০২০, ২:২০ পিএম says : 0
    শব্দ ব্যবহারের পূর্বে গভিরভাবে ভাবা উচিৎ ছিল, মনে একবার লাগলে তা কিন্তু থেকে যায়। এটা মনে রাখলে উভয়ের জন্য ভালো।
    Total Reply(0) Reply
  • উবায়দুল্লাহ ২৩ জুন, ২০২০, ৩:৪২ পিএম says : 1
    আনন্দ বাজার কি আসলেই ক্ষমা চেয়েছে ? তার প্রমান কি ?
    Total Reply(0) Reply
  • Sardar shah alam ২৩ জুন, ২০২০, ৮:৪৮ পিএম says : 0
    Bangabondhu Kanna Will take necessary Steps anainst any country in the World Question of respect our mother land.
    Total Reply(0) Reply
  • Akkas ali ২৩ জুন, ২০২০, ১০:৪৮ পিএম says : 0
    Anando bazar paper realy say sorry, confused maximum people say our country have some r broker they say sorry.
    Total Reply(0) Reply
  • গোলাম জিলানী ২৪ জুন, ২০২০, ১১:৩১ এএম says : 0
    বেচারা পররাষ্ট্রমন্ত্রী এর চেয়ে ভাল আর কি বলবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ