Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ২০ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

সামরিক পদক্ষেপ স্থগিত করল উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৯:৩৭ এএম | আপডেট : ১০:৫৯ এএম, ২৪ জুন, ২০২০

এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বেলুনের মাধ্যমে উড়ানোর কারণে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে।

উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়ে সীমান্তে অবস্থিত যৌথ লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন কিম জং উনের বহুল আলোচিত ও ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

অবশেষে রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, নেতা কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সামরিক পদক্ষেপ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল মিলিটারি কমিশন। বার্তা সংস্থা ইয়ানহোপ বলছে, সীমান্তে দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো লিফলেট সম্বলিত বেলুন ফাটিয়ে দিতে গত সপ্তাহে লাউড স্পিকার স্থাপন করেছিল উত্তর কোরিয়া। সেগুলোও তারা নষ্ট করে দেয়া শুরু করেছে।

কিম জং উনের বোন কিম ইয়ো জং সেনাবাহিনীকে সুনির্দিষ্ট পরবর্তী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এমন উত্তেজনাকর অবস্থায় উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তে পরিস্থিতি শীতল হবে বলে মনে করা হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ