Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১১:০৫ এএম

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে তারা মারা যান।
এরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) ও কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ইমান আলী। মঙ্গলবার রাত ১০ টার দিকে তিনি মারা যান ।

তিনি আরো জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৮ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের দাউদ আলী। মঙ্গলবার রাতে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দু’টি মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ জয়ন্ত সরকার। তাদের বাড়ি লক ডাউন করার প্রস্তুতি চলছে।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
তবে ১৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ