অস্ত্রের মুখে জিয়া রাষ্ট্রপতি সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন : জয়

অস্ত্রের মুখে জিয়া রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন দেয়নি আদালত। আজ বুধবার ভার্চুয়াল কোর্টের মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করেন।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির সময়, আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদালতে বলেন, তার ক্লায়েন্ট কাজল গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা, গড়া এবং সাজানো। এসময় তিনি কাজলের জামিন দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
অন্যদিকে, প্রসিকিউশন এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর এই মামলা করেন।
এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।