Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে ট্রাফিক পুলিশ কর্তৃক শহরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের প্রতিবাদে গত বুধবার দুপুরে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের রেলওয়ে ফাইভ স্টার মাঠে কয়েক হাজার শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ প্রকাশ করে। পরে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে সৈয়দপুরসহ দিনাজপুরের চিরিরবন্দর, পার্বতীপুর, খানসামা, রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার শ্রমিকরাও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশে অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রিকশা মজদুর ইউনিয়নের সভাপতি বছিরউদ্দিন। এ সভায় সংহতি ও অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, পার্বতীপুর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ পার্বতীপুর শাখার সভাপতি কাজী তোফাজ্জল হোসেন, সৈয়দপুর রিকশা মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, লুৎফর রহমান, এমএ করিম মিস্টার, জয়নাল আবেদীন লিটন খান, দুলাল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ