Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গভীর রাতে দেশে ফিরলেন পাঁচ শতাধিক প্রবাসী কর্মী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৯:৫৭ এএম | আপডেট : ৯:৫৯ এএম, ২৬ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্বের অর্থনীতিতে মন্দার ঢেউ লেগেছে। করোনার ছোবলে প্রবাসে লাখ লাখ বাংলাদেশি কর্মী দুর্বিষহ জীবন যাপন করছে। প্রবাসে ঘরবন্দি অনেক কর্মী খাদ্য সঙ্কটের মুখে পড়েছে। কাজ না থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রতিনিয়ত শত শত প্রবাসী কর্মী চাকরি হারিয়ে দেশে ফিরছে। বৃহস্পতিবার গভীর রাতে কাতার ও আবুধাবী থেকে দু’টি ফ্লাইট যোগে পাঁচ শতাধিক প্রবাসী কর্মী চাকরি হারিয়ে দেশে পৌঁছেছে। প্রত্যাগত কর্মীরা জানিয়েছে দেশ দুটিতে চাকরি হারিয়ে অনেকেই দেশে ফিরতে অপেক্ষা করছে।

কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট (কিউআর-৬৩৮) যোগে দোহা থেকে রাত দু’টায় ২৮৮ জন কর্মী হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। রাত আড়াই টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-৪১৪৮) যোগে আবুধাবী থেকে ২৩৪ জন কর্মী খালি হাতে বিমানবন্দরে পৌঁছেছে। বিমানবন্দরস্থ কল্যাণ ডেস্ক এ বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া রাতে বিদেশ থেকে দু’জন প্রবাসী কর্মীর লাশ দেশে পৌঁছেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কর্মী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ