Inqilab Logo

ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০৬ আশ্বিন ১৪২৭, ০৩ সফর ১৪৪২ হিজরী

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৬ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১১:৪৮ এএম

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৪৯৭ জন করোনা পজেটিভ। গতকাল বৃহস্পতিবার ২৫ জুন রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে কোভিড-১৯ আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ আপডেটে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জুন মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৯৬টি নমুনা ছিল। এতে কুষ্টিয়া জেলায় বৃহস্পতিবার নতুন করে ৩৬ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুরে ৩ জন, সদর উপজেলায় ১৭ জন, কুমারখালীতে ৮ জন, ভেড়ামারায় ৮ জন। সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানা শহরের থানাপাড়া ১, কোর্টপাড়া ১, জুগিয়া মঙ্গলপাড়া ১, হাউজিং ১, কুমারগাড়া- ১, কাস্টম মোড় ১, বিআরবি ১, বড় আইলচারা-১, ফুলতলা-১, বিইবি জুগিয়া ১, জগতি-১, মঙ্গলবাড়িয়া বাজার ১, আড়ুয়াপাড়া-৩, বিআরবি টাওয়ার ১ জন, খেজুরতলা ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বাড়াদি কয়া ১, ইউএইচসি ১, সুলতানপুর-১, পৌরসভা ১, কুন্ডুপাড়া-১, শেরকান্দি ৩ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ওয়ালটন প¬াজা ১, গঙ্গারামপুর-১, জয়রামপুর ১ জন। ভেড়ামারায় আক্রান্ত ৮ জনের ঠিকানা কুন্ডুপাড়া ২, নওদাপাড়া-২, ষোলোদাগ-২, ধুবাইল ১, মাধবপুর ১ জন। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ১১ জন। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৪৯৭ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)। উপজেলা ভিত্তিক রোগী সনাক্তের মধ্যে দৌলতপুর ৬৪, ভেড়ামারা ৭২, মিরপুর ৩৬, সদর ২৩৮, কুমারখালী ৬৬, খোকসা-২১ জন। মোট পুরুষ রোগী-৩৭২, নারী ১২৫ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১২৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। মৃত- ৬ জন (কুমারখালী -১, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর-৩ )। মৃত পুরুষ-৫, মহিলা ১ জন। সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম সর্বসাধারণের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন। ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ