Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ আগস্ট

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল (বৃহস্পতিবার) মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, সোনালী ব্যাংক গুলশান নিউ নর্থ শাখার প্রধান অফিসার মফিজ উদ্দিন ও ফেনী ছাগলনাইয়া অফিসের সাব-রেজিস্ট্রার ফারুককে জেরা করেন খালেদা জিয়া এবং অন্য আসামির আইনজীবীরা। তাদের জেরা শেষে বগুড়া গাবতলী অফিসের সাব-রেজিস্ট্রার আব্দুল জলিল সাক্ষ্য প্রদান করেন। তার সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তাদের সাক্ষ্য ও জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন আদালত। এ নিয়ে মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ আগস্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ