Inqilab Logo

ঢাকা রোববার, ২৪ জানুয়ারি ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

চট্টগ্রামে টমটম চালক খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৮:০০ এএম

চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক টমটম চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার টাইগার মোড়ের অদূরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সাগর (১৮)। আহত তার সহকর্মী মো. রাজু (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে ফাহাদ নামে এক যুবক ফুটবল খেলতে যাওয়ার জন্য সাগরের টমটম ভাড়া করতে চেয়েছিল। কিন্তু সে ভাড়া না নেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার রাত ১০টায় ফাহাদ ওই পথ দিয়ে আসার পথে সাগর, রাজুসহ কয়েকজন চালক দাঁড়ানো ছিলেন। এ সময় পুরানো বিষয়টা নিয়ে তাদের সাথে ফাহাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত এক জনকে আটক করেছে পুলিশ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ