সরকার পতন পর্যন্ত রাজধানী না ছাড়ার ঘোষণা ইমরান খানের

সয বাধা অতিক্রম করে পাকিস্তান তাহরিকে ইনসাফের কর্মী ও সমর্থকরা ইসলামাবাদের দিকে যাওয়ার চেষ্টা করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের দু টি রকেট হামলা হয়েছে -এমন দাবি করার কয়েক ঘণ্টা পর তেল আবিব এসব হামলা চালায়।
ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে এই বিমান হামলা চালায়। ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরাইলের উন্মুক্ত স্থানে পড়ে এবং তাতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
ইসরাইলি বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের জঙ্গিবিমান গাজার যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে একটি ওয়ার্কশপ রয়েছে যেখানে হামাস রকেট এবং অন্যান্য অস্ত্র তৈরি করত।
ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে গাজার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।