Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৯:৫৭ এএম

অবশেষে কোটির ঘর ছাড়াল বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোববার সকাল পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা ৫ লাখ ১ হাজারেরও বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তালিকা অনুযায়ী সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। ৫৭ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।

৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছে তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়ায়। ভ্লাদিমির পুতিনের দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬৯ জন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের।

যুক্তরাজ্যে মোট আক্রান্ত ৩ লাখ ১০ হাজার ২৫০ জন। তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা। মৃতের সংখ্যা ৪৩ লাখ ৫১৪। ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন আক্রান্ত নিয়ে তালিকার ১৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই পর্যন্ত লাশের মিছিলে যোগ হয়েছে ১ হাজার ৬৯৫টি দেহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ