Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০০ এএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ‘খান বাহিনী’র সদস্য ৩ বনদস্যু নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয়া র‌্যাব-৬ এর কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

নিহতদের তিনজনের মধ্যে একজনের নাম ফারুক হোসেন (৩৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। নিহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী জানান, রোববার সকাল ১০ টার দিকে গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বলে তিনি জানান। এ সময় র‌্যাবের আহত সদস্যদেরও চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনদস্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ