Inqilab Logo

ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরী

জয়া আহসানের পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:৪০ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীয় জয়া আহসান অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলোর মধ্যে কয়েকটি সিনেমা মুক্তি পাবার কথা থাকলেও করোনার কারণে মুক্তি পায়নি। জয়া আহসান জানান, পাঁচ সিনেমার মধ্যে কলকতার রয়েছে তিনিটি। এগুলো হচ্ছে, কৌশিক গাঙ্গুলী’র ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ও সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’। বাংলাদেশে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূত পরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস যে সিনেমার কথাই বলিনা কেন প্রত্যেকটি সিনেমার গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। দর্শকরা আমার সিনেমার গল্প নির্বাচন সম্পর্কে ভালোভাবে অবগত। এই সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি সিনেমাতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পাবেন। এখন সারা বিশ^ই করোনা পরিস্থিতির কারণে থমকে আছে। যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার, সেখানে আসলে সিনেমা মুক্তি’র কথা অনেক দূরের বিষয়। করোনার এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সবাই মিলে মিশে করোনা’র এই ক্রান্তিকালটা ধৈর্য্য ধরে পার করতে হবে। মানুষকে আগে সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে। তারপর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।’

 

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১১ নভেম্বর, ২০২০
৪ নভেম্বর, ২০২০
৩ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন