Inqilab Logo

ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭, ২১ যিলহজ ১৪৪১ হিজরী

চাঁদপুরে আইসোলেশনে দুজনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৬:২৮ পিএম

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে দু'জনের মৃত্যু হয়েছে। মধ্যবয়সী মৃত দু'ব্যক্তির মধ্যে একজন শাহরাস্তি আরেকজন ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বিশেষ ব্যবস্থায় দাফন করে।

আইসোলেশন ইউনিটে মঙ্গলবার রাতে করোনা উপসর্গে মারা যান মোঃ জামাল হোসেন (৫৮)নামে এক ব্যক্তি। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের
বলশীদ গ্রামের বাসিন্দা।
ইসলামী আন্দোলন জেলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরে আজ বুধবার বেলা সাড়ে ৩টায় দাফনকার্য শেষ করে।

এদিকে একই রাতে (মঙ্গলবার) আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গে মারা যান মোঃ রমজান আলী(৫৩) নামে একব্যাক্তি। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ সুবিদপুর গ্রামের বাসিন্দা ।
জেলা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে লাশ নিয়ে তার গ্রামে যায়। বুধবার দুপুর সাড়ে ১২টায় দাফনকার্য সম্পন্ন করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ