মার্কিন প্রেসিডেন্টের প্রথম ১০০ দিন কেন গুরুত্বপূর্ণ

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরে প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন
সুদানে সামরিক শাসন বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক রাজনীতিবিদদের ক্ষমতা বণ্টনের এক বছর প‚র্তি উপলক্ষে হাজারো মানুষ খার্তুমের রাস্তায় নেমেছিল। খবর আনাদোলু। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়েছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা হাতে ব্যানার ঝুলিয়ে বিভিন্ন দাবি-দাওয়া জানায়। এগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সংস্কার, অন্তর্বর্তীকালীন সংসদ প্রতিষ্ঠা এবং বর্তমান সামরিক গভর্নরের স্থলে বেসামরিক গভর্নর নিয়োগ করা। গত বছর খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে অবস্থান কর্মস‚চিতে সেনা অভিযানের তদন্তের ফলাফল প্রকাশেরও দাবি জানান তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।