Inqilab Logo

ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ০২ মাঘ ১৪২৭, ০২ জামাদিউল সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

যশোরে একদিনে ৬০ করোনা শনাক্তের রেকর্ড, ৭শ’ ছাড়ালো আক্রান্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ২:১৩ পিএম

যশোরে বৃহস্পতিবারে একদিনেই ৬০জন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭শ;ছাড়ালো। যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৭০২জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন আর মারা গেছেন ১৩ জন।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারে পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার তাদের পরীক্ষাগারে মোট ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৬৬টির পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। নেগেটিভ এসেছে ২০৯টির। যবিপ্রবি সূত্র জানায়, যশোরের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২টি পজেটিভ হয়। আর মাগুরার ৩৪টি নমুনার মধ্যে চারটি পজেটিভ পাওয়া গেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ