নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
পটুয়াখালীর দুমকির থানাব্রীজ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো.মেহেদী হাসান রাকিব (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী ওই যুবককে আটক করতে বুধবার মধ্যরাত থেকে থানাব্রীজ এলাকায় অবস্থান নেন তার নেতৃত্বে একটি পুলিশের একটি টিম। পরে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সন্দেহভাজন যুবক রাকিব থানা ব্রিজ এলাকায় পৌঁছলে তার দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লঞ্চ যোগে ইয়াবার চালানটি দুমকিতে এসে পৌঁছায়। আটক মেহেদী হাসান রাকিব (২৪) দুমকি উপজেলার রাজাখালী এলাকার ০৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে ।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।