Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭, ২২ যিলহজ ১৪৪১ হিজরী

মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন রিতেশ-জেনেলিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৪:২২ পিএম

মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই তারকা দম্পতি।

বুধবার (১ জুলাই) ভারতের জাতীয় চিকিৎসক দিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। যেখানে স্বামী রিতেশকে সঙ্গে নিয়ে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিডিওতে এই তারকা দম্পতিকে বলতে দেখা যায়, দীর্ঘদিন ধরেই তারা বিষয়টি নিয়ে ভাবছিলেন। কিন্তু সিন্ধান্ত নিতে পারছিলেন না। অবশেষে জাতীয় চিকিৎসক দিবসে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

তাদের কথায়, মৃত্যুর পর শরীরের অঙ্গ দান করবেন তারা। নিজেদের শরীরের অঙ্গ দিয়ে অন্য একজন মানুষকে নতুন জীবন দিতে চান। এজন্য তাদের ডাক্তারকেও ধন্যবাদ জানিয়েছেন এই তারকা দম্পতি।

এমন ভিডিও প্রকাশ্যে আসতে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তাদের এই মহৎ সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা।

দেখুন সেই ভিডিও 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন