Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যৌন নির্যাতনের অভিযোগে ১১৮ সেনার বিরুদ্ধে তদন্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

২০১৬ সাল থেকে অপ্রাপ্ত বয়স্কদের যৌন নির্যাতনের অভিযোগে কলম্বিয়ার সেনাবাহিনীর অন্তত ১১৮ সদস্যের বিরুদ্ধে তদন্ত চালু হয়েছে। এর মধ্যে অন্তত ৪৫ জনকে বরখাস্ত করা হয়েছে। বাকি ৭৩ জনের বিরুদ্ধে অপরাধ ও শাস্তিম‚লক তদন্ত চলছে। স¤প্রতি সেনাসদস্যদের বিরুদ্ধে অল্পবয়স্ক মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে তদন্ত বিষয়ক তথ্য প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এদুয়ার্দো জাপাতেইরো। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেনাসদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের তদন্ত বিষয়ক তথ্য প্রকাশ করেন জাপাতেইরো। তিনি বলেন, সেনাবাহিনী এর সদস্যদের মধ্যে যৌন নির্যাতনের ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। গত সপ্তাহে রিসারালদা প্রদেশে এক আদিবাসী বালিকাকে গণধর্ষণের অভিযোগে সাত সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই সাতজন ও তাদের তিন উর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ