Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭, ২৪ যিলহজ ১৪৪১ হিজরী

খুমেক ল্যাবে আরও ১৬১ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৯:৪৬ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১৫৫ জনই খুলনা জেলা ও মহানগরীর। এছাড়াও বাগেরহাটে ২ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও নড়াইলে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, আজ বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ১৬১ জনের। যার খুলনারই তিনটি ফলোআপসহ পজেটিভ ১৫৮টি। বৃহস্পতিবার খুলনার নমুনা ছিলো ৩৫৬টি।
তিনি আরও জানান, খুলনা ছাড়াও ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বাগেরহাটে। আর একজন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও নড়াইলে।
বৃহস্পতিবার নতুন করে আক্রান্তদের নিয়ে খুলনায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১৭৬ জনে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ