Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাকার বাড়ীওয়ালারাও নির্বাক : অসহায় মানুষ ছুটছে গ্রামে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৯:২২ এএম

প্রতিদিন মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। কারণ থাকার মতো অর্থনৈতিক সুযোগ হারিয়ে ফেলেছে। করোনাকালীন সময়ে মহাসংকটে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো।

স্বাভাবিক চলার পথে যখন ছন্দপতন হয় তখন যেন হঠাৎ মাথার উপর বাজ পড়ার মতো। করোনার মহামারীতে চাকরি বা ব্যবসা হারিয়ে দিশেহারা অনেকেই। তিল তিল করে গড়া সংসারে যখন দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় তখন বাড়ি ভাড়ার টাকা জোগাড় করা কতটা সম্ভব?

চাকরিজীবী আরমান গাজী বলেন- আমরা ছোট বাসা ভাড়া নিয়েছি সেখানে চলে যাচ্ছি।সাদেক হোসেন ছোট খাটো ব্যবসা করতেন, ব্যবসা ভাল না তাই বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে

আবার কবে চাকরি পাবে বা ব্যবসার মুখ দেখতে পাবে তা বলা কঠিন তাই অনেকেই স্থায়ীভাবে গ্রামে চলে যাচ্ছেন। গৃহিনী ফিরোজা খাতুন বলেন- ঢাকায় থাকা আর সম্ভব হচ্ছেনা তাই গ্রামে চলে যাচ্ছি। চাকরিজীবী সোহেল রানা চাকরি না থাকায় ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা জানালেন। অন্যদিকে বাড়ীওয়ালারাও নির্বাক এভাবে একের পর এক বাড়ি খালি হয়ে যাচ্ছে। বাড়ির মালিক আব্দুল খালেক বলেন- সব ফ্লাট খালি হয়ে যাচ্ছে ভাড়া কম দিয়ে থাকতে বললাম তাও থাকছেনা।


এদিকে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন এসময়ে বিকল্প কর্মসংস্থানের কথা ভাবতে হবে। করোনা মহামারীর কারনে সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির তখন বাংলাদেশের নিম্নমধ্যবিত্তদের বেঁচে থাকার সকল পথই প্রায় বন্ধ। তারপরও মানুষ স্বপ্ন দেখে বেঁচে থাকার।করোনা ভাইরাসের এই মহামারীতে কেউ হারিয়েছেন
চাকরি কেউ হারিয়েছেন ব্যবসা তাই মালামালি নিয়ে কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি কেউ বা কম বাড়ি ভাড়ায় যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে প্রয়োজন বিকল্প কর্মসংস্থানের। সূত্র : ভয়েস অব আমেরিকা



 

Show all comments
  • uttam kumar ৬ জুলাই, ২০২০, ৯:১৬ এএম says : 0
    মহাসংকটে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো।এই মহামারীতে কেউ হারিয়েছেন চাকরি কেউ হারিয়েছেন ব্যবসা তাই মালামালি নিয়ে কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি কেউ বা কম বাড়ি ভাড়ায় যাচ্ছেন .
    Total Reply(0) Reply
  • abusayed ৬ জুলাই, ২০২০, ১১:০৬ এএম says : 0
    এই মহামারির সময় বাড়িওয়ালাদের উচিত বাড়াটিয়াদের সাথে সম্বয়ন করা। কথা বলা তাদের সমস্যা জানা এবং বাড়া কমিয়ে থাকার ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply
  • abusayed ৬ জুলাই, ২০২০, ১১:০৭ এএম says : 0
    এই মহামারির সময় বাড়িওয়ালাদের উচিত বাড়াটিয়াদের সাথে সম্বয়ন করা। কথা বলা তাদের সমস্যা জানা এবং বাড়া কমিয়ে থাকার ব্যবস্থা করা।
    Total Reply(0) Reply
  • মোঃ মহিউদ্দিন। ৬ জুলাই, ২০২০, ১১:২৪ এএম says : 0
    একজন মানুষের বসতঘর ছাড়াও যদি চাষযোগ্য ১০ কাঠা জমি ও পুকুর থাকে তাহলে সে এই জমি ও পুকুরের বহুবিধ ব্যবহারের মাধ্যমে তাঁর নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেমন মাছ,শাকসব্জি,ডিম ও দুধের সব রকম উৎপাদন এখান থেকে করা সম্ভব। তবে পাছে লোকে কিছু বলে সে দিকে মন দেয়া যাবেনা। তবে সময় নষ্ট না করে ধৈর্য্য সহকারে কাজে লেগে যেতে হবে।।
    Total Reply(0) Reply
  • মো জুয়েল ১০ জুলাই, ২০২০, ১১:১৯ এএম says : 0
    আমাদের ভাড়া দিতে কষ্ট তার মধ্যে বিভিন্ন কিছু দিয়ে বাড়া বেশি নিতেছে। মানুষের এই কষ্টের সময় উচিত বাড়িওয়ালাদের ভাড়া না বাড়িয়ে কিছু কোমানো। আমার মনে হচ্ছে আমাদের সমাজের মানবিক গুনটা হাড়িয়ে যাচ্ছে। ভালো মানুষ ও আছে যার কারনে এখনো আমরা টিকে আছি তাদের দোয়াতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ