Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭, ২৪ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

জয়পুরহাট ইসলামী ব্যাংকের ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যাংক লকডাউন

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৩:৩০ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ জয়পুরহাট শাখার ব্যবস্থাপক সহ ৩৪ জন কর্মকর্তা- কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকাল থেকে করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ জয়পুরহাট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিয়া শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান, নমুনা পরীক্ষার ফলাফল বিলম্বের কারণে
বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ব্যাংকটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিয়া বলেন,‘জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। সুস্থ্য হয়েছেন ২০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে এখন পর্যন্ত জেলায় কারো মৃত্যু হয়নি বলেও তিনি জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন