কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় কোটি কোটি টাকার লুটপাট
কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িত দালালরা দুদকের জালে আটকা পড়ছে একে একে। আজও দুই শীর্ষ দালাল মুহিব উল্লাহ ও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর আলম নামে এক বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি বলছে- তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
নিহত জাহাঙ্গীর আলম তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।
নিহতের ভাতিজা মাসুদ রানা ও স্থানীয়রা জানান, শনিবার সকালে জমির ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় যান জাহাঙ্গীর আলম। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে। তার বাম পায়ের উরুতে গুলি লাগে। এছাড়াও বাম হাতে আঘাতের চিহ্ন আছে।
তবে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সীমান্ত এলাকায় একজনের মরদেহ পাওয়া গেছে। তবে তিনি বিএসএফের গুলিতেই মারা গেছেন নাকি অন্য কোনোভাবে মারা গেছেন তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।