Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্লোরিডায় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ?

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস, হাউস্টন, নিউইয়র্কে শচীন ভার্সেস ওয়ার্ন অল স্টারর্স সিরিজকে ঘিরে কি উত্তাপই না পেয়েছিল যুক্তরাষ্ট্রে। ক্রিকেটকে বিদায় জানানো লিজেন্ডারীদের কাছ থেকে দেখতে মাঠ ভর্তি দর্শক, ক্রিকেট বিমুখ যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট উন্মাদনাই জাগিয়েছে দেশটিতে। এই উন্মাদনাকেই কাজে লাগাতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজে করছে অবস্থান। আগামী ২২ আগস্ট শেষ হবে ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি অবস্থান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, তাই ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ শেষ হওয়া পর পর বাংলাদেশকে নিয়ে একটি টি-২০ সিরিজ আয়োজনের বন্দোবস্ত করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। উইন্ডিজ ক্রিকেটারদের বেতনের দাবিতে সিরিজ বয়কটের ডাকে ২০১৪ সালে ভারতের মাটিতে সিরিজ অসম্পূর্ণ রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দেশে ফিরে আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই, সেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফ্লোরিডায় বাংলাদেশকে নিয়ে ত্রিদেশিয় ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ভাবছে সে দেশের বোর্ড। বিসিসিআইও সম্মতি দিয়েছে তাদের এই উদ্যোগে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ক্ষতটা শুকাতে টি-২০’র বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে টি-২০ সিরিজ খেলতে আপত্তি নেই বিসিসিআই’র। বাংলাদেশ সম্প্রতি টি-২০তে প্রতিদ্ব›দ্বী হয়ে ওঠায়, এশিয়া কাপ টি-২০তে রানার্স আপ হওয়ায় বাংলাদেশকে তৃতীয় দল হিসেবে সিরিজে নিতে আগ্রহী বিসিসিঅই এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। আগামী মাসে ফ্লোরিডায় হতে পারে আসরটি, এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। মিনি আইপিএল আয়োজনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিসিসিআই আগস্টে ফ্লোরিডায় সিরিজ খেলতে আগ্রহী। ফ্লোরিডায় এখন গ্রীষ্মকাল, প্রচুর দর্শকের সমাগমের সম্ভাবনা যথেষ্ট। কারণ, এখানে প্রচুর ভারতীয় এবং ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভুতদের বাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অফিসিয়ালরা ফ্লোরিডার সঙ্গে বলেছেন কথা। ত্রিদেশিয় সিরিজ হলে বাংলাদেশের খেলার সম্ভাবনা আছে বলে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০১০ সালে ফ্লোরিডার লাউডারহিলে শ্রীলংকা-নিউজিল্যান্ডের মধ্যে টি-২০ ম্যাচ আয়োজনে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অভিষেক হয়েছে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ৬টি ম্যাচ ফ্লোরিডায় আয়োজনের কথাও ভাবছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। সে কারণেই এই ভেন্যুটিতে ব্যবহার করার গুরুত্বটা অনুভব করছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। তবে বাংলাদেশকে নিয়ে ফ্লোরিডায় ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজনের প্রস্তাব এখনো পায়নি বিসিবি। তা জানিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘আমরাও শুনেছি বিষয়টি। আসলে আমরা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লোরিডায় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ