নওগাঁ পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা
আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে সুমাইয়া (৭) এবং একই গ্রামের বাসেদের মেয়ে আরিফা (৯)। নিহত সুমাইয়া স্থানীয় সানমুন কিন্ডারগার্টেনের নার্সারী বিভাগের ছাত্রী। আরিফা শ্রীনিবাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এরা দুই জন বান্ধবী। সব সময় এক সাথে খেলা করতো।
নিহতের স্বজন মাসুম শিকারী জানান, ঘটনার সময় তারা দুজন একত্রে বাড়ির পাশের ডোবায় গোসল করতে যায়। গোসল করতে গিয়ে একই সাথে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল তাদের মৃত ঘোষনা করেন। ২টি শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।