Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত রাবির নেপালী শিক্ষার্থী

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৫:৫৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক নেপালী শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে নগরীর খ্রিস্টান মিশনারী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত এই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’র ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী তার দেশ নেপালে ফিরে যেতে চাইলে নেপাল দূতাবাস থেকে তাকে করোনা পরীক্ষা করার জন্য বলে। শুক্রবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে ওই ছাত্র হাসপাতালের আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
ডরমিটরির শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার পর অন্যদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ডরমিটরির ওয়ার্ডেন আসাদুল ইসলাম বলেন, ডরমিটরির দ্বিতীয় তলায় মাত্র ২জন নেপালী ছাত্র ছিল। একজন আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, অন্যজনকে তার কক্ষে অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তার যাবতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে নেপালী দুজন শিক্ষার্থী অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন না বলে জেনেছি। ডরমিটরিতে বর্তমানে দেশি-বিদেশি মিলে ৩২জন শিক্ষার্থী ও গবেষক আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ