Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ২০ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

কুবির নতুন ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান

কুবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম

তিন বছরের অধিক সময় শূন্য থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যায় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২ (১) অনুসারে ড. মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয়া হলো।
তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে।
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, তিনি রোববার অথবা সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।
জানা যায়, ২০১৭ সালের ২৪ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি

২৬ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন