Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ২০ যিলহজ ১৪৪১ হিজরী

চাঁদপুরে দু’দফা রিপোর্টে ৫৮জনের দেহে করোনা শনাক্ত : আক্রান্ত ১১শ’ ছাড়ালো

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৪:১৬ পিএম

চাঁদপুরে দু'দফা রিপোর্টে আরো ৫৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২জন (মৃত ১ জনসহ), মতলব দক্ষিণে ৯জন, শাহরাস্তিতে ৪জন, ফরিদগঞ্জে ১১জন (মৃত ২জনসহ) হাজীগঞ্জ ৩জন, কচুয়ায় ৪জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ৩জন রয়েছে।

এদিকে উপসর্গ নিয়ে মৃত চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৭০) ও ফরিদগঞ্জের দু'ব্যক্তি নুরুল ইসলাম মিজি (৭১) ও আবু তাহের(৬০)এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুলাই সকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজি ও শ্রী কালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের মারা যান। চাঁদপুর শহরের ফাতেমাও সদর হাসপাতালে করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১০১জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৫জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার সকালে ও দুপুরে ১৫৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৮টি পজেটিভ। বাকি ৯৯টি নেগেটিভ।

জেলায় ১১০১জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৪৩৯জন, মতলব দক্ষিণে ১২৫জন, শাহরাস্তিতে ১০৯জন, হাজীগঞ্জে ১০৫জন, ফরিদগঞ্জে ১২১জন, হাইমচরে ৭৯জন, কচুয়ায় ৫০জন এবং মতলব উত্তরে ৭৩জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ