ভোলায় মুজিব জম্মশতবার্ষিকি উপলক্ষ্যে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ৫২০ টি পাকা ঘর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে পাকা বাড়ি পাচ্ছেন
সাতক্ষীরার আশাশুনিতে পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ জুলাই) বিকালে তাকে উদ্ধার করা হয়। ইয়াকুব হোসেন (২৮) নামের এই যুবকের বাড়ি আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে। তিনি ওয়াজেদ আলীর ছেলে।
আশাশুনি থানার ওসি গোলাম কবির তার পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ইয়াকুব একজন মৃগিরোগী। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখে। এঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।