খুবি হলের পাশে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে নয়ন(২৩) নামক এক যুবক কে ধারালো
কুষ্টিয়ার কুমারখালীতে পাণ্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে দু’গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে দু‘গ্রুপের ৩০ জন। গুলিবিদ্ধ আহত ৭ জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টার উপজেলার পাণ্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে ২ গ্রুপের মধ্যে ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষই দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে এ ঘটনা ঘটে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, মো. মোফাজ্জলের ছেলে মো. বিল্লাল (৪৬) মারা গেছেন। এছাড়াও গুলিবিদ্ধ ৭ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, সান্দিয়ারা বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করতে জন্য পুলিশ লাঠিচার্জ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।