Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকামের শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছে না প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৯:৫৬ পিএম

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘ সাত মাস যাবত বেতন-ভাতা পাচ্ছে না। করোনা মহামারীতে বেতন ভাতা বন্ধ থাকায় সারাদেশে ১ হাজার ১০টি ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অনাহার অনিদ্রায় দিন কাটাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্প থেকে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার বাদ দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশে
দারুল আরকাম ইবতেদায়ী মাদাসার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে ২ হাজার ২০ জন শিক্ষক পরিবারের প্রতি সহানুভূতি ও দুই লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আরো যারা বক্তব্য রাখেন তারা হচ্ছে, অর্থ সম্পাদক মনিরুজ্জামান গোপালগঞ্জী, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, আবুল খায়ের নোমানী, শহিদুল ইসলাম, ওসমান গনি, আলমাস হোসাইন, লুৎফর রহমান, নূরুল আলম ও আনোয়ার হোসাইন ।

এতে নেতৃবৃন্দ বলেন, গত জানুয়ারি থেকে সাত মাস বেতন-ভাতা না পেয়ে ২ হাজার ২০জন শিক্ষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। পরে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত কাউন্টারে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রকল্প অবিলম্বে অনুমোদন দেয়ার জন্য স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজের সাবেক কৃতি ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জাকির হোসেন গোপালগঞ্জী। অপর সদস্যরা হলেন প্রখ্যাত আরবি সাহিত্যিক নাজমুল হুদা ও কুদরাতুল্লাহ মাজহারী। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর প্রতি প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে আসন্ন ঈদ-উল-আযহার পূর্বেই শিক্ষকদের দুঃখ-দুর্দশা হতে উদ্ধার করার আশাবাদ ব্যক্ত করা হয়।



 

Show all comments
  • মুফতী মাহদী হাসান ৬ জুলাই, ২০২০, ১০:১৪ পিএম says : 0
    দ্রুত দারল আরকাম মাদ্রাসা প্রকল্পটি পাশ করা হোক।
    Total Reply(0) Reply
  • Ali Mahmudaslam ৭ জুলাই, ২০২০, ৭:৪৬ এএম says : 0
    প্রকল্পটি দ্রুত পাশ করার জন্য দেশ রত্নের প্রতি আকুল আবেদন করছি
    Total Reply(0) Reply
  • Raihanul mostofa ৭ জুলাই, ২০২০, ১১:১২ এএম says : 0
    Upojukto bebostah neya houk
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ