Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাইকোর্টে আরও ২ ভার্চুয়াল বেঞ্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনা প্রকোপে আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি মামলা শুনানির লক্ষ্যে হাইকোর্ট বিভাগে আরও দুই বেঞ্চ গঠন করা হয়েছে। গত রোববার এ বিষয়ে আদেশ জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বেঞ্চ দুটি কার্যক্রম শুরু করে। নব গঠিত দুই বেঞ্চের বিচারপতিদ্বয় হলেন- বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. খসরুজ্জামান। এ দুটি বেঞ্চের একটিকে জামিন আবেদনসহ ফৌজদারি মামলা এবং আরেকটিকে দেওয়ানি মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এর আগে গত ১৫ জুন পৃথক বিজ্ঞপ্তিতে ১৩টি বেঞ্চ গঠন করার কথা জানানো হয়েছিল। তারও আগে ১১টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এ নিয়ে হাইকোর্ট বিভাগে এখন ভার্চুয়াল বেঞ্চ চলছে ১৫টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ