Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদীতে হজ্জ পালনেচ্ছু প্রবাসীদের নিবন্ধন শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সউদী আরব দেশটিতে অবস্থানরত বিদেশীদের জন্য হজ নিবন্ধন চালু করেছে। তারা বলছে, এ বছর হজযাত্রীদের ৭০ শতাংশই হবে প্রবাসী।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, চলতি মওসুমে অংশ নেয়া হজযাত্রীদের বাছাইয়ের জন্য স্বাস্থ্য মানই হবে প্রধান নির্ণায়ক। এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য এখন ষড়পধষযধল.যধল.মড়া.ংধ ওয়েবসাইটটি খোলা রয়েছে এবং সোমবার থেকে শুরু হয়ে পাঁচ দিনের জন্য খোলা থাকবে।
স্বাস্থ্য ঝুঁকির কারণে করোনাভাইরাস সংক্রমণ রোধে এ বছর অংশগ্রহণকারীদের সংখ্যা কমানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে সউদীতে অবস্থানরত প্রবাসীদের সংখ্যা হজযাত্রীদের মোট সংখ্যার ৭০ শতাংশ হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, হজ্জযাত্রীদের বাকি ৩০ শতাংশ সউদী নাগরিকরা পূরণ করবেন। এ সংখ্যা ভাইরাস থেকে মক্তিপ্রাপ্ত চিকিৎসা পেশাদার এবং সুরক্ষা কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
মহামারি চলাকালীন তাদের প্রশংসিত ভ‚মিকার জন্য তারা করোনাভাইরাস থেকে সুস্থদের ডাটাবেসের মাধ্যমে নির্বাচিত হবেন।
সউদী আরব গত মাসে ঘোষণা করে যে, দেশটি একটি ‘অত্যন্ত সীমাবদ্ধ’ হজ পালন করবে এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাইরে থেকে আগত যাত্রীদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আরব নিউজ।



 

Show all comments
  • আ,ম,ম,শিহাবুদ্দীন ৭ জুলাই, ২০২০, ৫:১৬ এএম says : 0
    সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি হজ্জ ও উমরা মন্ত্রনালয়কে ধন্যবা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ সফিউল্লাহ্ ৭ জুলাই, ২০২০, ১০:১৬ এএম says : 0
    এটাও আল্লাহ্ পাকের মেহেরবানি। না হলেই বা কী করার ছিল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ্জ

১০ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ