Inqilab Logo

ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭, ২১ যিলহজ ১৪৪১ হিজরী

কাট্টলীতে ২১ দিনের লকডাউন শেষ

‘স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কমবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমবে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তার বড় প্রমাণ নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ড। সেখানে লকডাউনের কারণে সংক্রমণ কমেছে। প্রথমবারের মত এলাকাভিত্তিক লকডাউনের অর্জিত সফল অভিজ্ঞতা অন্যান্য এলাকায় প্রয়োগ করা হবে। তিনি গতকাল কাট্টলী ওয়ার্ডে ২১দিন লকডাউনের সমাপনী দিনে খতমে কোরআন ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
মেয়র বলেন লকডাউন শুরু হওয়ার আগে এই এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৪ জন। এ সংখ্যা মাত্র ১১ জন। ইতোমধ্যে ৫৮ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।
এসময় কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

১২ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ