Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭, ১৬ যিলহজ ১৪৪১ হিজরী

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রবীর মিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১১:৩৬ এএম

 করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি গতকাল বাসায় ফিরেছেন। তার বড় ছেলের স্ত্রী সোনিয়া ইসলাম জানান, গত ২২ জুন তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সানিয়া বলেন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে বাবাকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খুব দুঃশ্চিন্তায় ছিলাম। একে তো বয়স্ক মানুষ। তার উপর নানা রোগে আক্রান্ত। তিনি আরও বলেন, গত মাসে আমাদের এক আত্মীয়র বাসায় ছিলেন বাবা। সেখান থেকে বাসায় ফেরার পর হঠাৎ তার জ্বর আসে। বুকে কফ জমে। পরে জানতে পারি ওই আত্মীয়ের বাসার সবাই করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের বাসায় সবার পরীক্ষা করা হলে শুধু বাবার পজিটিভ আসে। রেজাল্ট পেয়েই তাকে আমরা হাসপাতালে ভর্তি করাই। ভাগ্য সহায় ছিলো। খারাপ কিছু হয়নি। শুধু একবার অক্সিজেন সাপোর্ট লেগেছিল। এরপর তিনি সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাঁটুর আর্থ্রাইটিসসহ নানা অসুখে আক্রান্ত প্রবীর মিত্র। চলাফেরা করতে কষ্ট হয়। বাসায়ই নিভৃতে তার সময় কাটছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ