Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনায় ভয়াবহ হবে ইউরোপের অর্থনৈতিক মন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১১:৪৪ এএম

প্রাণঘাতি করোনা মহামারির কারণে ইউরোজোনের অর্থনৈতিক ক্ষতি বা মন্দা পূর্বানুমানের চেয়ে আরও অনেক বেশি হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। –বিবিসি, কেএএ, পার্সটুডে

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরে ইউরোজোনের অর্থনীতি ৮ দশমিক ৭ শতাংশ সংকুচিত হবে এবং ২০২১ সালে বাড়বে ৬ দশমিক ১ শতাংশ। গত মে মাসে এ বছর ৭ দশমিক ৭ শতাংশ সংকোচন এবং আগামী বছর ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল তারা।

ভালদিস দমব্রভস্কিসের কমিশন এক বিবৃতিতে জানিয়েছে , অর্থনীতির ওপর লকডাউনের প্রভাব আমরা যা ধারণা করেছিলাম , তার চেয়ে ভয়াবহ হবে। এদিকে এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফ্রান্স , ইতালি ও স্পেন। এদের প্রতিটি দেশের অর্থনীতি চলতি বছর ১০ শতাংশ সংকুচিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ