Inqilab Logo

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮, ২০ সফর ১৪৪৩ হিজরী

সিলেটে খালেদা জিয়ার উপদেষ্টার পিতার করোনায় মৃত্যু: দাফন সম্পন্ন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৭:৩৯ পিএম

করোনা রোগে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের বাবা মুজিবুল হক চৌধুরীর দাফন হয়েছে সম্পন্ন । আজ বুধবার (৮ জুলাই) বাদ জোহর তাকে দাফন করা হয় নগরীর মানিকপীর টিলায়। এর আগে মানিকপীর টিলার মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে মুজিবুল হক চৌধুরীর। নামাজের ইমামতি করেন সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আনোয়ার হোসেন খাঁন, মাওলানা আব্দুল মুকিত, ড্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, বিএনপি নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, আব্দুল হাসিব, ব্যারিস্টার রিয়াসত আজিম আদনান প্রমুখ। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের বাবা মুজিবুল হক চৌধুরী (৮০) করোনায় আজ বুধবার ভোর রাত ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ