Inqilab Logo

ঢাকা, সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭, ১২ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৫ জন করোনা রোগী শনাক্ত

পৌর এলাকাতেই ২৫ জন পজেটিভ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১০:৪৬ এএম

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৮ জুলাই বুধবার রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে গতকাল ৩৭৬ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৬৫টি নমুনা। তাতে সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জনসহ ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড়াইলছাড়া ১ জন, কেজেএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, দেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা খাপাড়া, পাইলট স্কুল, মাস্টারপাড়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা রাজিনাথপুর, কাদিরপুর। ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ ও জগশ্বর। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ