Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭, ১৬ যিলহজ ১৪৪১ হিজরী

আলিয়ার অতিথি হয়ে আসবেন রণবীর সিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৭:৩৭ পিএম

সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় নির্মিত হচ্ছে 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এবার জানা গেল, সিনেমাতে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন 'পদ্মাবত' খ্যাত অভিনেতা রণবীর সিং

নির্মাতা সঞ্জয়লীলার আসন্ন সিনেমা 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি'তে অতিথি রণবীর সিংয়ের চরিত্রটি বেশ শক্তিশালী। এমনকি সিনেমাতে আলিয়া আছেন বলেই চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রিয় পরিচালকের দেওয়া প্রস্তাবে না করার সুযোগও পাননি বটে।

শোনা যাচ্ছে, সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয়লীলা বানসালী ও তার টিম। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু ততদিনে পরিস্থিতি কোন পর্যায়ে দাড়ায় সেটাই দেখার বিষয়।

'গাঙ্গুবাই কাথিওয়ারি' সিনেমাটি নির্মিত হচ্ছে হুসেন জাইদিন 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর অবলম্বনে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলিয়া

২৭ জানুয়ারি, ২০২০
১৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ