Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনলাইনে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১০:৪৭ এএম

এবার অনলাইনে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯ অনলাইনে প্রদান করা হবে। দেশের চলমান করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে এবং বিশ্বের অন্যান্য দেশে অনলাইনে অ্যাওয়ার্ড দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তারকাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ২০১৯ এর বছর সেরা পারফর্মার হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন এবং সদস্যদের জরিপে কাদের নাম সেরা তালিকায় উঠছে সংবাদপত্র, সোস্যাল মিডিয়া এবং মনোনয়নপত্রের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। পুরস্কারও নির্ধারিত সময়েই পৌঁছে দেয়া হবে বলে সংগঠনটির সভাপতি তামিম হাসান ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ জানান। তামিম হাসান বলেন, ‘অন্যসব কিছুর মতই বিভিন্ন অ্যাওয়ার্ড ইভেন্ট এবং যেকোন ফেস্টিভ্যাল এখন সারাবিশে^ই অনলাইনেই সম্পন্ন করা হচ্ছে। আবার কবে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরবো সেই বিষয়ে কোন ধারণা আপাতত নেই। বিষয়টি বিবেচনা করেই অ্যাওয়ার্ডের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ইউরো-সি্েজএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯ অনলাইনে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’ সাধারণ সম্পাদক খালেদ আহমেদ বলেন, মিডিয়ার সংশ্লিষ্ট মানুষদের নানামুখী সংকটের মাঝে সিজেএফবির এই পুরস্কার কিছুটা হলেও কিছু মানুষকে উজ্জীবিত এবং কাজের আগ্রহ বাড়িয়ে দেবে। উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টসদের নিয়ে সিজেএফবি গঠিত। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গণে নানারকম কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সর্বমহলে সমাদৃত। বিশেষ করে বাংলাদেশের মিডিয়ায় সিজেএফবি প্রবর্তিত ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড মিডিয়া সংশ্লিষ্ট সকলের কাছে অত্যন্ত আকাক্সক্ষার একটি বিষয়। সিজেএফবি এই স্বকীয়তা ধরে রেখেছে প্রতিষ্ঠান পর থেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ